‘P’ গ্রুপ ২০১২ সাল হতে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যৎ বিপদ মোকাবিলা করার জন্যে মুনাফার একটি অংশ তহবিল আকারে জমা রাখবে। গ্রুপের জমাকৃত তহবিলকে কী বলা যায়?
নোট
‘P’ গ্রুপ ২০১২ সাল হতে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যৎ বিপদ মোকাবিলা করার জন্যে মুনাফার একটি অংশ তহবিল আকারে জমা রাখবে । গ্রুপের জমাকৃত তহবিলকে সঞ্চিতি তহবিল বা সংরক্ষিত তহবিল বলা যায়। মুনাফার সম্পুর্ন অংশ ভোগ না করে ভবিষ্যৎ বিপদ মোকাবিলা করার জন্যে মুনাফার যে অংশ তহবিল আকারে জমা রাখা হয় তাকে সংরক্ষিত বা সঞ্চিতি তহবিল বলে।