গ্যালাক্সিগুলোর মধ্যকার ব্যবধান কেমন?
                        
        নোট
গ্যালাক্সিগুলোর মধ্যকার ব্যবধান ব্যাপক।
মহাকাশের একটি উপকরণ বিশেষ। দূরবীক্ষণ যন্ত্রের ভিতর দিয়ে তাকালে, মহাকাশের কোথাও কোথাও বস্তুপুঞ্জের সমন্বয়ে বড় বড় দল গঠিত হয়েছে বলে মনে হয়। মহাকাশের এই জাতীয় বিশেষ বৃহৎ উপকরণ সমষ্টিকে গ্যালাক্সি বলা হয়।
