গুরুমন্ডল কোন শিলা দারা গঠিত?
নোট
গুরুমন্ডল ব্যাসল্ট শিলা দারা গঠিত।
কেন্দ্রমন্ডলের উপরিভাগ থেকে ভূত্বকের নিম্নস্তর পর্যন্ত প্রায় ৭০০ থেকে ২৯০০ কিলোমিটার বিস্তৃত স্তরকে গুরুমন্ডল বলে। এটি মূলত ব্যাসল্ট শিলা, সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ দ্বারা গঠিত