গামা রশ্মি কে আবিষ্কার করেন?
নোট
পল ভিয়ার্ড ছিলেন একজন ফরাসি রাসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী। ১৯০০ সালে পল ভিলার্ড রেডিয়াম বিকিরণ নিয়ে পরীক্ষা করার সময় গামা রশ্মি আবিষ্কার করেন। এর পূর্বে ১৮৯৯ সালে আর্নেস্ট রাদারফোর্ড আলফা রশ্মি আবিষ্কার করেন। পরবর্তীতে রাদারফোর্ড ভিলার্ডের এই নতুন আবিষ্কৃত বিকিরণের নাম দেন গামা রশ্মি। গামা রশ্মি এক প্রকার উচ্চ কম্পাঙ্কের খুব ছোট তরঙ্গদৈর্ঘ্য তড়িৎ-চুম্বকীয় বিকিরণ। গামা রশ্মির শক্তি ১০০ কিলো ইলেকট্রন-ভোল্টের উপরে এবং তরঙ্গদৈর্ঘ্য ১০ পিকোমিটারের চেয়ে ছোট, যা প্রায়শ অনুর আয়তনের তুলনায় অনেক ছোট।