গান্ধীজী আইন অমান্য আন্দোলন শুরু করেন কত জনকে নিয়ে?
নোট
গান্ধীজী আইন অমান্য আন্দোলন শুরু করেন ৭৯ জনকে নিয়ে।
১৯৩০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস "পূর্ণ স্বরাজ" প্রস্তাব গ্রহণ করার অব্যবহিত পরেই এই সত্যাগ্রহের সূচনা ঘটে। মহাত্মা গান্ধী আমেদাবাদের কাছে তার সবরমতী আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করে ২৪ দিনে ২৪০ মাইল (৩৯০ কিলোমিটার) পথ পায়ে হেঁটে ডান্ডি গ্রামে এসে বিনা-করে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেন। গান্ধীজী আইন অমান্য আন্দোলন শুরু করেন ৭৯ জনকে নিয়ে।