খুফুর পিরামিডের উচ্চতা কত মিটার?
নোট
খুফু ছিলেন প্রাচীন মিশরের পুরাতন রাজত্ব সময়কালীন এক ফারাও। খুফু ২৫৮৯ থেকে ২৫৬৬ খ্রিস্টপূর্ব পর্যন্ত রাজত্ব করেন। চতুর্থ রাজবংশের তিনি ছিলেন দ্বিতীয় ফারাও। সাধারণভাবে খুফুকে গিজার পিরামিডের নির্মাতা হিসেবে মনে করা হয়ে থাকে। গিজার মহাপিরামিড বা খুফুর পিরামিড (ইংরেজিঃ Great Pyramid of Giza) গিজার গোরস্তানের তিনটি পিরামিডের মধ্যে সবচাইতে পুরাতন এবং বড়। খুফুর পিরামিড বর্তমান এল গিজা নামক স্থানের নিকটে অবস্থিত। খুফুর মিরামিডের উচ্চতা প্রায় ১৪৭ মিটার এবং এর তিনটি প্রধান প্রকোষ্ট রয়েছে। খুফুর পিরামিডটি নির্মান করতে ২০ বছর সময় এবং শ্রমিক সংখ্যা প্রায় ১,০০,০০০ জন লেগেছিল।