খতিয়ান বই তৈরি করার সময় কোনটি উল্লেখ করতে হয়?
নোট
খতিয়ান হচ্ছে একটি হিসাবনিকাশের পাকা বইতে প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনগুলোর বিভন্ন প্রকার পক্ষসমূহকে পৃথক পৃথক শিরোনামের আওতায় শ্রেনীবদ্ধভাবে এবং সংক্ষিপ্তকারে লিপিবদ্ধ করা। এক কথায় খতিয়ান হচ্ছে একটি প্রতিষ্ঠানের সকল হিসাবের সমষ্টিগত রুপ।
খতিয়ান বই তৈরি করার সময় জাবেদা পৃষ্ঠা উল্লেখ করতে হয়। খতিয়ান করার সময় এই জাবেদা পৃষ্ঠাকে সংক্ষেপে জাঃ পৃঃ লেখা হয়ে থাকে।