ক্লোনিং এর জনক আবিষ্কারক কে?
নোট
ইয়ান উইলমুট (জন্মঃ ১৯৪৪) একজন ভ্রুণতত্ব বিজ্ঞানী। ক্লোন হল কোন জীব বা কোষ বা বৃহৎ জৈব অণুর হুবহু নকল। ১৯৯২ সালে ইয়ান উইলমুট ২৭৩ তম চেষ্টায় একটি ভেড়ার একটি দেহকোষের (স্তনবৃন্ত বা বাঁট থেকে সংগৃহীত) কেন্দ্রকে অন্য ধরণের ভেড়ার কেন্দ্বিযুক্ত ডিম্বাণুকে প্রতিস্থাপিত করেন ও তা হতে প্রথম ধরণের সম্পূর্ন ভেড়া ডলিকে তৈরি করে জীব ক্লোনিং এর সফল সূচনা করেন। এই ক্লোনিং এর মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে বিরাট বিপ্লবের সূচনা হবে বলে অনেকে আশা করেছে।