ক্লাইভ প্রবর্তিত শাসনব্যবস্থাটি কি নামে পরিচিত?
নোট
ক্লাইভ প্রবর্তিত শাসনব্যবস্থাটি দ্বৈতশাসন নামে পরিচিত।
দ্বৈতশাসন (১৭৬৫) ব্যবস্থা নামে পরিচিত ক্লাইভ প্রবর্তিত শাসনব্যবস্থায় অর্থ বা জনবলে কোনো বিনিয়োগ ব্যতিরেকে এবং কোনো প্রকার দায়িত্ব গ্রহণ না করে কোম্পানি দেশের রাজস্ব ভোগ করবে। এটি হচ্ছে বিনিয়োগ ছাড়া আয়ের একটি প্রকৃষ্ট উদাহরণ।