ক্রান্তীয় পাতাঝরা বনভূমি বাংলাদেশের কোন অংশে দেখা যায়?
নোট
ক্রান্তীয় পাতাঝরা বনভূমি বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানসমূহে অংশে দেখা যায়।
প্লাইসটোসিন সোপান সোপান হচ্ছে সমুদ্রতল প্রান্তে স্তরে স্তরে বেঞ্চি আকৃতির গঠন। প্লাইসটোসিন যুগে গঠিত এই ধরনের সোপান প্লাইসটোসিন সোপান নামে পরিচিত। পৃথিবীর কয়েকটি অংশেই বড় বড় বদ্বীপীয় অঞ্চলে প্লাইসটোসিন বহুমুখী পাললিক সোপান নিয়মিত গড়ে উঠেছে। প্লাইসটোসিন যুগে মহাদেশের হৈম-তুষারের পরিমাণের ওপর নির্ভর করে সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় তারতম্য ঘটেছে। হিমবাহ যতই এগিয়ে এসেছে, সমুদ্রতলও একইভাবে নেমে গেছে। প্রতিটি হিমযুগে সমুদ্রে নিপতিত অধিকাংশ নদীর নতিমাত্রা আকস্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে।