কোয়ার্টজাইট উৎপন্ন হয় কোনটি থেকে?
নোট
কোয়ার্টজাইট উৎপন্ন হয় বেলেপাথর থেকে।
কোয়ার্টজাইট (ইংরেজি: Quartzite) একটি অস্তরীভূত রূপান্তরিত শিলা, যা আদি অবস্থায় বিশুদ্ধ স্ফটিক বা কাঁচসদৃশ বেলেপাথর রূপে বিদ্যমান থাকে।সচরাচর ওরোজেনিক বলয়ের টেকটোনিক সংকোচনজনিত কারণে সৃষ্ট উত্তাপ এবং চাপের কারণে বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইটে পরিণত হয়।