কোন হিজরিকে আমুল উদুফ বা প্রতিনিধি-বর্ষ বলা হয়?
নোট
নবম হিজরিকে আমুল উদুফ বা প্রতিনিধি-বর্ষ বলা হয়। এ-বছর আরব-উপদ্বীপের বিভিন্ন প্রতিনিধিদল রাসূলের আনুগত্য স্বীকার করে ইসলামের ছায়াতলে আসে।
"সূরা নাসর" এ মহান আল্লাহ ইরশাদ করেনঃ
যখন আল্লাহর সাহায্য ও বিজয় এলো এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখলেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন; নিশ্চয় তিনি তওবা কবুলকারী।