কোন লেনদেনের বিপরীত দাখিলা হবে?
নোট
বিপরীত দাখিলা হিসাবচক্রের একটি ঐচ্ছিক ধাপ। অর্থাৎ হিসাববিজ্ঞানে এটি কোন বাধ্যতামূলক কাজ নয়।
পরবর্তী হিসাবকালের শুরুতে পূর্ববর্তী হিসাবকালের সমন্বয় দাখিলাকে উল্টিয়ে (বিপরীত ভাবে লিখে) যে দাখিলা দেওয়া হয় তাকে বিপরীত দাখিলা বলে।
অর্থাৎ যদি ২০১৬ সালের ৩১শে ডিসেম্বর সমন্বয় দাখিলা দেওয়া হয়, তাহলে ২০১৭ সালের ১লা জানুয়ারি এই সমন্বয় দাখিলার ডেবিট হিসাবকে ক্রেডিট দিকে এবং ক্রেডিট হিসাবকে ডেবিট দিকে লিখে বিপরীত দাখিলা দিতে হবে।
"ব্যাংকে জমা দান" এই লেনদেনটির বিপরীত দাখিলা হবে। কারন, বিপরীত দাখিলা সেসকল লেনদেনগুলোর হয় যে লেনদেনগুলোর দ্বারা জাবেদায় ব্যাংক এবং নগদান নামক হিসাব বিদ্যমান থাকে। এক্ষেত্রে "ব্যাংকে জমা দান" এই লেনদেনটির জাবেদা করলে আমরা পায়; ব্যাংক হিসাব -ডেঃ এবং নগদান হিসাব -ক্রেঃ। আর তাই উক্ত লেনদেনটির বিপরীত দাখিলা দেওয়া সম্ভব।