কোন যুদ্ধের সূত্র ধরে ইংরেজরা ফরাসিদের চন্দন নগর বাণিজ্য কুঠি দখল করে নেয়?
নোট
সপ্তবর্ষব্যাপি যুদ্ধের সূত্র ধরে ইংরেজরা ফরাসিদের চন্দন নগর বাণিজ্য কুঠি দখল করে নেয়।
সপ্তবর্ষব্যাপি যুদ্ধ (১৭৫৬ - ১৭৬৩) ইউরোপের সবগুলো বড় শক্তিকেই যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করেছিল। এই যুদ্ধে ৯০০,০০০ থেকে ১,৪০০,০০০ জন মানুষ মারা গিয়েছিল। উল্লেখিত সময়কালের মধ্যে ইউরোপের মূলভূমি এবং উপনিবেশ, সকল স্থানেই ছোটবড় যুদ্ধ সংঘটিত হয়। ১৭৫৪ থেকে ১৭৬৩ সালের মধ্যে সংঘটিত পমেরানীয় যুদ্ধ এবং ফরাসি ও ইন্ডিয়ান যুদ্ধকেও এর অন্তর্ভুক্ত করা হয়।