কোন মার্কিন রাজ্য একসময় মেক্সিকোর অংশ ছিল?
নোট
টেক্সাস একসময় মেক্সিকোর অংশ ছিল।
টেক্সাস ১৮৩৬ সালে মেক্সিকো থেকে স্বাধীনতা লাভ করার আগে মেক্সিকোর একটি প্রদেশ ছিল। ১৮৪৫ সালে টেক্সাস যুক্তরাষ্ট্রের ২৮তম রাজ্য হিসেবে যুক্ত হয়। মেক্সিকো এটি মেনে নিতে অস্বীকার করেছিল এবং এর ফলে মেক্সিকো-আমেরিকান যুদ্ধ (১৮৪৬-১৮৪৮) শুরু হয়। যুদ্ধের পর ১৮৪৮ সালে গ্যাডসডেন চুক্তি অনুযায়ী মেক্সিকো টেক্সাসের স্বাধীনতা ও যুক্তরাষ্ট্রের অধিকার স্বীকার করে।