কোন বাট্টা নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়?
নোট
সায়ের বিক্রয় বৃদ্ধির জন্য অথবা দেনাদার এর নিকট হতে দ্রুত টাকা আদায়ের জন্য বিক্রেতা ক্রেতাকে কিছু টাকা ছাড় দিয়ে থাকে , আর এই ছাড়কেই বাট্টা বলে। যে পক্ষ বাট্টা প্রদান করে তার নিকট এটা প্রদত্ত বাট্টা । প্রদত্ত বাট্টা নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়।
প্রদত্ত বাট্টার জাবেদা হবেঃ
- প্রদত্ত বাট্টা হিসাব - ডেবিট
- দেনাদার হিসাব - ক্রেডিট ।