কোন প্রথার প্রকোপ থেকে রক্ষা পেতে কৃষকরা ভিটেমাটি ছেড়ে পালায়?
নোট
নাজাই প্রথার প্রকোপ থেকে রক্ষা পেতে কৃষকরা ভিটেমাটি ছেড়ে পালায়।
নাজাই প্রথা হলো কোনো কৃষক খাজনা দিতে না পারলে বা মারা গেলে তার বকেয়া খাজনা অন্য কৃষকদের দিতে হতো । ফলে অনেকে জমির স্বত্ব ছেড়ে দেয় । জমির স্বত্ব ছেড়ে দেয়ার কৃষির ব্যাপক অবনতি হয় । শুধু বাংলার জনজীবন নয় ইংরেজদের ব্যবসা বাণিজ্যেও ব্যাপক ক্ষতি হয় ।