কোন নদীর গতি পথে পলল পাখা দেখা যায়?
নোট
গঙ্গা নদীর গতি পথে পলল পাখা দেখা যায়।
পলল শংকুর উপর দিয়ে নদী বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হলে পলল শংকু অর্ধগোলাকৃতিতে ভাগ হয়ে যে হাতপাখা আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে পলল ব্যজনী বা পলল পাখা বলে ।