কোন নদীতে বাধ দিয়ে পানি বিদ্যূত কেন্দ্র স্থাপন কয়া হয়েছে?
নোট
কর্ণফুলী নদীতে বাধ দিয়ে পানি বিদ্যূত কেন্দ্র স্থাপন কয়া হয়েছে।
বাঁধের সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ১৯৬২ ও ১৯৮৮ সালের মধ্যে এখানে সর্বমোট ২৩০ মেগাওয়াট (৩,১০,০০০ অশ্বশক্তি) বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন জেনারেটর বসানো হয়।