নোট
অংশীদারিত্ব আইন ১৯৩২ অনুযায়ী অংশীদারি কারবারের জন্য নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে তবে নিবন্ধিত হলে তা কয়েকটি আইনি অধিকার ও সুবিধা ভোগের সুযোগ পায়। অংশীদারিত্বের দলিল তথা অংশীদারি কারবারের পরিমেল নিয়মাবলিতে যেসব বিষয় থাকে সেগুলি হচ্ছে কারবার প্রতিষ্ঠানের নাম, কারবারের ধরন, প্রতিষ্ঠানের মূলধন ও পরিসম্পদ, প্রত্যেক অংশীদারের মূলধন, অংশীদারিত্বের মেয়াদ, বেতন ও মুনাফা থেকে প্রাপ্তব্য অংশীদারদের ভাগ, অংশীদারদের মূলধনের ওপর (প্রযোজ্য হলে) সুদহার, আগাম ও অন্যান্য উত্তোলন, অংশীদারদের অধিকার ও কর্তব্যসমূহ, হিসাব ও নিরীক্ষা সংক্রান্ত বিধান, লাভ-লোকসান আবণ্টন, নতুন অংশীদার গ্রহণ বা অংশীদারদের মধ্যে কারও বহিষ্কার, দেউলিয়াত্ব বা কোনো অংশীদারের মৃত্যুর কারণে অংশীদারিত্ব চুক্তির অবসান, বিক্রয় বা অবলোপের ক্ষেত্রে অংশীদারি কারবারের সুনাম ও শেয়ার/পরিসম্পদসমূহের মূল্য নির্ধারণ সংক্রান্ত শর্তাবলির ধারা। আর তাই নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে বাদী পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা দাবি করতে পারে। অর্থাৎ এটি নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে একটি সুবিধা।