কোন দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়?
নোট
১৮০° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়।
ম্যাপ দেখলে সহজেই বুঝতে পারবেন যে, আন্তর্জাতিক তারিখ রেখা কেবল সমুদ্রের বরাবর অর্থাৎ কোন স্থলভাগের উপর দিয়ে ধরা হয় নি। তারিখ রেখা বা আন্তর্জাতিক তারিখ রেখা একটি কাল্পনিক রেখা, বস্তুত ১৮০° দ্রাঘিমা বা মধ্যরেখা, যেখানে দিনের আনুষ্ঠানিক সূচনা বা সমাপ্তি ধরা হয়। এর সন্নিহিত সীমানা +১২ এবং -১২ দুটি সময়ক্ষেত্রে বিভক্ত।