কোন গ্রহে এসিড বৃষ্টি হয়?
নোট
কোন গ্রহে এসিড বৃষ্টি হয় শুক্র।
পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল রয়েছে, কিন্তু এতে অক্সিজেন নেই। সেখানে কার্বনডাইঅক্সাইড পরিমাণ প্রায় শতকরা ৯৬ ভাগ। আর গ্রহটিতে কার্বনডাইঅক্সাইড গ্যাসের ঘন মেঘের কারণেই সেখানে এসিড বৃষ্টি হয়ে থাকে।