কোন খলিফার যুগে কুরআন একত্রীকরণ এর কাজ সম্পন্ন হয়?
নোট
আবু বকর (রাঃ) খলিফার যুগে কুরআন একত্রীকরণ এর কাজ সম্পন্ন হয়।
বিভিন্ন যুদ্ধে হাফিজদের একটি বড় শহিদ হয়ে যাওয়ার দরুন আবু বকর (রাঃ) এর যুগে সম্পূর্ণ কুরআন একত্রিত করা হয়। সম্পূর্ণ কুরআন একটি মাসহাফের অন্তর্ভূক্ত করে একত্রিত করার দায়িত্ব প্রদান হয় যায়েদ বিন সাবিতকে।
খেজুরপাতা, পাথরের টুকরো এবং মানুষের স্মৃতি থেকে কুরআনের বিচ্ছিন্ন অংশগুলো একত্রিত করা হয়। আবু বকর (রাঃ) খলিফার যুগেই সমাপ্ত হয় কুরআন একত্রীকরণ এর কাজ। কুরআনে কোন বিকৃতি সাধন যেন না হয়, সে-জন্য তার ওফাতের পূর্বেই আল্লাহর পবিত্র এই কুরআন একত্র করার প্রয়াস পেয়েছিলেন।
আবু বকর (রাঃ) ছিলেন মুত্তাকি, পরহেজগার এবং আল্লাহর শরীয়তের নির্দেশ বাস্তবায়নকারী এক ব্যাক্তিত্ব। তিনি নবী মুহাম্মদ (সাঃ) থেকে ২ বছরের ছোট ছিলেন।