কোন আইনের বলে ভারতীয়গণ প্রশাসনে উচ্চপদে আসীন হতে পারে?
নোট
চার্টার অ্যাক্ট আইনের বলে ভারতীয়গণ প্রশাসনে উচ্চপদে আসীন হতে পারে।
১৮১৩ খ্রিস্টাব্দে ভারতে কোম্পানির সঠিক অবস্থা নির্ধারণের জন্য চার্টার অ্যাক্ট পাস হয়। এই আইনে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটানো হয়। ফলে ইউরোপের অন্যান্য বণিকদের কাছে ভারতের বাজার উন্মুক্ত হয়। আরও বলা হল, বাণিজ্য ও রাজস্ব খাতের আয়কে কোম্পানি আলাদা করে রাখবে।
