কোন আইনবলে বাংলার গভর্নর ভারতের গভর্নর জেনারেল পদে আসীন হন?
নোট
১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট আইনবলে বাংলার গভর্নর ভারতের গভর্নর জেনারেল পদে আসীন হন।
একজন গভর্নর জেনারেল ও তাকে সাহায্য করার জন্য একটি কাউন্সিল থাকবে। কাউন্সিল চারজন কাউন্সিলর বা সদস্য নিয়ে গঠিত হবে। এই কাউন্সিলের পরামর্শক্রমে গভর্নর জেনারেল দেশ পরিচালনা করতে বাধ্য থাকবেন। কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত মানা গভর্নর জেনারেলের জন্য বাধ্যতামূলক। তাই বলা যায় ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট আইনবলে বাংলার গভর্নর ভারতের গভর্নর জেনারেল পদে আসীন হন।