কোনো ব্যবসায়ের বা পন্যের বিশেষ প্রতীককে কি বলে?
নোট
বানিজ্যিক মার্কা বা ট্রেডমার্ক বলতে একটি বিশিষ্ট ও স্বতন্ত্র প্রতীককে বোঝায় যা কোনও পন্য প্রস্তুতকারক বা ব্যবসায়ী তার পন্যের বা সেবার গায়ে স্থাপন করতে পারে। বর্ণ, বর্ণগুচ্ছ, শব্দ, শব্দগুচ্ছ, চিত্রলৈখিক প্রতীক বা নকশা দিয়ে মার্কাটি সৃষ্টি করা হয়।ট্রেডমার্ক সাধারণত পন্যের মোড়কের গায়ে চালানপত্রে অথবা পন্যের রশিদে অঙ্কিত থাকে। অন্য প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর পন্য বা সেবা থেকে নিজস্ব পন্য বা সেবাকে যাতে সহজে পৃথক করে চেনা যায় সেই জন্য বানিজ্যিক মার্কা বা ট্রেডমার্ক ব্যবহার করা হয়।