কোনটি মহাদেশীয় মালভূমি নয়?
- গ্রিনল্যান্ড
- অস্ট্রেলিয়া
- স্পেন
- তারিম
কোনটি মহাদেশীয় মালভূমি নয়?
তারিম মহাদেশীয় মালভূমি নয়।
সমুদ্র সমতল থেকে সুউচ্চে অবস্থিত বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। মালভূমি পর্বতশ্রেনী থেকে অনেক নিচু হয়ে থাকে এবং মালভূমির উপরিভাগ সমতল হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে উচু মালভূমি হচ্ছে চীনের পামির মালভূমি । পামির বলা হলেও শব্দটি মূলত পমির, যার অর্থ সূর্যের পা। এর উচ্চতা ৪৮১৩ মিটার। দুই বা ততোধিক পাহাড়ের বা পর্বতের মধ্যবর্তী জায়গায় যে মালভূমি গড়ে ওঠে তাকে পর্বতমধ্যবর্তী মালভূমি বলে। যেমনঃ তারিম মালভূমি, বলিভিয়া মালভূমি, মেক্সিকো মালভূমি।