ক্রয় ফেরত জাবেদা/ক্রয় জাবেদা/ বিক্রয় ফেরত জাবেদা/বিক্রয় জাবেদা – কোনটি ক্রেডিট নোটের সাহায্যে লেখা হয়?
নোট
ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। বিক্রীত মাল ফেরত এলে বিক্রেতা মালের বিবরণ, পরিমাণ, দর, মূল্য ইত্যাদি লিখে ক্রেতাকে যে কাগজখানা পাঠায় তার নাম ক্রেডিট নোট। ক্রেডিট নোট থেকে বিক্রয় ফেরত বই লিপিবদ্ধ করা হয়।