বাদ পড়ার ভূল/ লিখার ভূল/বেদালিখার ভূল/নীতিগত ভুল – কোনটি করণিক ভূল নয়?
নোট
একজন হিসাববিদ হিসাবরক্ষণ প্রক্রিয়ায় অসাবধনতাবশত যে ভুলগুলো করেন তাকে করণিক ভুল বলা হয়।
করণিক ভুল ৪ প্রকার। যথাঃ
১. বাদ পড়ার ভুল,
২. লেখার ভুল,
৩. পরিপূরক ভুল এবং
৪. বে-দাখিলার ভুল।