অর্থায়ন/বিপণন/খুচরা ব্যবসায়ী/পাইকার – কোনটি উৎপাদন ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
নোট
বিপণন হলো পণ্য বা মূল্যের বিনিময়ে কোনো ব্যক্তি বা দলের প্রয়োজন ও অভাব পূরণ করার সামাজিক এবং ব্যবস্থাপকীয় কার্যক্রম। সংগঠন ও স্টোক হোল্ডারদের সুবিধার্থে ক্রেতা সম্পর্কভিত্তিক ব্যবস্থাপনা এবং ক্রেতা সৃষ্টি, যোগাযোগ স্থাপন ও ভ্যালু প্রদানের লক্ষ্যে সম্পাদিত সাংগঠনিক কার্যক্রম এবং প্রক্রিয়ার সমষ্টিকেই বিপণন বলে। আর এই বিপননই উৎপাদন ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।