কোনটি অন্তঃজ আগ্নেয়শিলা বহির্ভূত?
নোট
ব্যাসল্ট অন্তঃজ আগ্নেয়শিলা বহির্ভূত।
বহিঃজ শিলা বলতে আগ্নেয়গিরি হতে উদ্ভূত সেই সব আগ্নেয় শিলাকে নির্দেশ করে, যেগুলো ভূগর্ভস্থ গলিত ম্যাগমা, লাভা হিসেবে ভূ–পৃষ্ঠে প্রবাহিত (বহির্গত) হয়ে, অথবা প্রবল বিস্ফোরণের মাধ্যমে বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত হয়ে পরবর্তীকালে ভূ–পৃষ্ঠে পাইরোক্লাস্টিক শিলা জমা হয়। অন্যদিকে, গলিত ম্যাগমা ভূ–অভ্যন্তরেই শীতল হয়ে যে সকল শিলা গঠন করে, তাদেরকে অন্তঃজ শিলা বলা হয়।