কে মোবাইল ফোন আবিষ্কার করেন?
নোট
মার্টিন কুপার (জন্মঃ ১৯২৮) হলেন একজন মার্কিন আবিষ্কারক। মার্টিন কুপার ১৯৭০ সালে তারবিহীন টেলিফোন শিল্প হিসাবে মোবাইল ফোন আবিষ্কার করেন। ১৯৭০ সালে মোটোরোলা কোম্পানিতে মার্টিন কুপার কর্মরত থাকা অবস্থায় প্রথম তারবিহীন মোবাইল ফোনে কথা বলেন এবং এর উন্নয়নে কাজ করে যান। আর এর মাধ্যমেই মার্টিন কুপার মোবাইন ফোন বা সেল ফোনের জনকের মর্যাদা পান। বর্তমান সময়ের বেতার তরঙ্গ ব্যবস্থাপনায় অন্যতম শীর্ষস্থানীয় আবিষ্কারক মার্টিন কুপার।