কে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন?
নোট
লর্ড রিপন প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন।
কাজ ছিল রিপনের অত্যন্ত প্রিয় বিষয়। গ্ল্যাডস্টোনের উদার সরকারে লর্ড প্রেসিডেন্ট অব দি কাউন্সিল হিসেবে রিপন কাজেরক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেছিলেন। বড় লাট হিসেবে রিপন কাজ, বিশেষ করে কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। তাই তিনি প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন।