কে উড়োজাহাজ আবিষ্কার করেন?
নোট
উড়োজাহাজের আবিষ্কারক হিসেবে দুই ভাইয়ের নাম একত্রে রাইট ব্রাদার্স নামে পরিচিত। এই দুই ভাইয়ের বড় ভাই ছিলেন উইলবার রাইট এবং ছোট ভাই ছিলেন অরভিল রাইট। ১৮৯৬ সালে জার্মানির দুই বিজ্ঞানী অটো এবং লিলিয়ানথাল পাখির অনুকরণে বিমান তৈরি করে উড়ার চেষ্টা করে মারা যান। এই সংবাদে উইলবার রাইট ও অরভিল রাইট ব্যাথিত হন। এ থেকেই রাইট ব্রাদার্স উড়োজাহাজ তৈরি করার জন্য আগ্রহি হয়ে পড়েন। ১৮৯৯ সালে তারা একটি উড়োজাহাজের মডেল তৈরি করতে সক্ষম হন।