কিউবা এর রাজধানীর নাম কি?
নোট
হাভানা (স্পেনীয়: La Habana) কিউবার রাজধানী, বিভাগীয় এবং প্রধান বাণিজ্যিক শহর ও সমুদ্র বন্দর।
এই শহরের বাসিন্দাসহ এর মোট জনসংখ্যা ২১ লাখ এবং এর আয়তন ৭২৮.২৬ বর্গ কিলোমিটার বা ২৮১.১৮ বর্গ মাইল;যা তাকে ক্যারিবিয়ান অঞ্চলের মধ্যে সবচেয়ে জনবহুল শহরে পরিণত করেছে। এর পূর্বাংশ ও দক্ষিণাংশের বেশির ভাগ স্থানই সমুদ্রতট।