কার নাম অনুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয়েছিলো?
নোট
আব্বাস বিন আবদুল মুত্তালিবের (রাঃ)-র নাম অনুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয়েছিলো।
আব্বাসীয় বংশের নামকরণ করা হয়েছিলো হযরত মুহাম্মদ (সাঃ) -এর চাচা হযরত আব্বাস বিন আবদুল মুত্তালিব (রাঃ)-এর নাম অনুসারে। ইসলামপূর্ব যুগে আব্বাস ছিলেন পবিত্র কাবাঘরের সেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী। মক্কা বিজয়ের পূর্বে তিনি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন। রাসূল (সাঃ) ওফাতের পরে খিলাফতের ব্যপারে তার কোনো আগ্রহ ছিলোনা।
আব্বাসীয়রা শুরুর দিকে খিলাফতের দাবি তোলেনি; বরং তারা বনু উমাইয়ার অন্যায়-অবিচার প্রতিহতের আহ্বান জানিয়েছিলো। রাসূলের ওয়ারিস হিসেবে শিষ্টের লালন ও দুষ্টের দমনের ব্যাপারে জনগণের মাঝে তারা ছিলো হকদার। কেননা, মানুষ তাদের আনুগত্য করতো।
সোর্সঃ ইসলামের ইতিহাস - নববী যুগ থেকে বর্তমান: পৃষ্ঠা-১৬৫।