কার নামানুসারে জিব্রাল্টার প্রণালীর নামকরন করা হয়?
নোট
তারিক বিন যিয়াদ তার নামানুসারে জিব্রাল্টারের নামকরন করা হয়।
৭১১ খ্রিস্টাব্দ মোতাবেক ৯২ হিজরিতে জুলিয়ানের সহায়তায় তারিক স্পেনের একটি প্রনালী অতিক্রম করেন, যা বর্তমানে জিব্রাল্টার নামে পরিচিত। জিব্রাল্টার নামটি আসলে আরবি 'জাবালে তারিক' থেকে উদ্ভূত যার অর্থ 'তারিকের পাহাড়' অর্থাৎ তারিকের নামানুসারেই জিব্রাল্টারের নামকরন করা হয়।
সোর্সঃ ইসলামের ইতিহাস - নববী যুগ থেকে বর্তমান: পৃষ্ঠা-১৩৭।