কাঠময়ূর পাখির বৈজ্ঞানিক নাম কি?
নোট
কাঠময়ূর পাখির বৈজ্ঞানিক নাম হল, Polyplectron bicalcaratum। কাঠময়ূর, কাট-মোর, মেটে কাঠমৌর বা কাঠমৌর, হচ্ছে Phasianidae (ফ্যাজিয়ানিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Polyplectron (পলিপ্লেক্ট্রন) গণের এক প্রজাতির বাহারি লেজের ভূচর পাখি। কাঠময়ূরের বৈজ্ঞানিক নামের অর্থ নখরধারী কাঠময়ূর ।