কাগজ শিল্পে কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়?
নোট
কাগজ শিল্পে কাঁচামাল হিসেবে বাঁশ, কাঁচা পাট ব্যবহৃত হয়।
কাগজ পাতলা পত্র বা লিখনের উপকরণ। কাগজ সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে। বর্তমানে ব্যবহূত কাগজের আদি অবস্থায় বাঁশ, মালবেরি ও প্যাপিরাস গাছের বিশেষ ভূমিকা ছিল। প্রাচীন সভ্যতার উৎসভূমি চীন, মিশর প্রভৃতি দেশের ন্যায় বাংলায়ও দেশজ পদ্ধতিতে কাগজ তৈরির সুপ্রাচীন ঐতিহ্য ছিল। তবে আবহাওয়াগত কারণে ও সংরক্ষণের অভাবে এখানে অতীত কালের কাগজের কোনো নমুনা পাওয়া যায় নি।