কলকাতা অভিমুখে যাত্রা পথে নবাব ইংরেজদের কোন বাণিজ্য কুঠি দিখ করেন?
নোট
কলকাতা অভিমুখে যাত্রা পথে নবাব ইংরেজদের কাশিমবাজার বাণিজ্য কুঠি দিখ করেন।
ইংরেজ, ডাচ এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলির প্রতিটিই কাশিমবাজারে তাদের বাণিজ্যকুঠি পরিচালনা করত। এখানেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির (ইআইসি) প্রথম ইংরেজ এজেন্সি প্রতিষ্ঠিত হয় ১৬৫৮ সালে। ১৬৫৮-৫৯ সালে ইংরেজরা কাশিমবাজারে দুটি কুঠি স্থাপন করে। ১৬৫৮ সালে এখানের কুঠিতে জব চার্নক তাঁর কার্যকালে চতুর্থ সহকারী হিসাবে প্রথম আগমন করেন।