কর্নাটকের কোন মুখ্যমন্ত্রী ভারতের একাদশতম প্রধানমন্ত্রী হন?
নোট
এইচ ডি দেবেগৌড়া (H.D. Deve Gowda) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী এবং ভারতের একাদশতম প্রাক্তন প্রধানমন্ত্রী।
১৯৩৩ সালের ১৮ মে কর্নাটকের হাসান জেলার হলেনারাসিপুরা তালুকের হারাধানাহাল্লি গ্রামে দেবেগৌড়ার জন্ম হয়। তাঁর পুরো নাম হারাধানাহাল্লি ডোড্ডেগৌড়া দেবেগৌড়া (Haradanahalli Doddegowda Deve Gowda)। তাঁর বাবার ডোড্ডেগৌড়া দেবেগৌড়া ছিলেন পেশায় একজন ধান চাষী। তাঁর মায়ের নাম দেবাম্মা। ১৯৫০ সালে দেবেগৌড়া সিভিল ইঞ্জিনিয়ারিং – এ ডিপ্লোমা পান হাসানের এল ডি পলিটেকনিক কলেজ থেকে।