কম্পিউটারের সিপিউ (CPU)এর কোন অংশ গানিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
নোট
কম্পিউটারের CPU (Central processing Unit) বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশ তিনটি ভাগে বিভক্ত। সেগুল হল, (১) গানিতিক যুক্তি ইউনিট বা Arithmetic Logic Unit (ALU), (২) নিয়ন্ত্রণ ইউনিট বা Control Unit, (৩) রেজিস্টার বা Register। এখানে গানিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logic Unit) বা ALU গানিতিক সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের কাজ করে।