কবে ব্যাঙ্গালোরের নাম পরিবর্তন করে বেঙ্গালুরু রাখা হয়?
নোট
ইংরেজরা ভারতবর্ষ শাসনের আগ থেকে ব্যাঙ্গালুরু নামেই পরিচিত ছিল প্রদেশটি। পরবর্তীতে ইংরেজদের শাসনামলে এই নাম পরিবর্তন করে রাখা হয় ব্যাঙ্গালোর। উচ্চারণের কাঠিন্যতা পরিহার করার কারণেই নাম পরিবর্তন করে ইংরেজরা। পরে ২০১৪ সালে আবারও ব্যাঙ্গালোরের নাম পরিবর্তন করে ভারত সরকার। নাম পরিবর্তন করে পুরনো নামটিকেই (বেঙ্গালুরু) ফিরিয়ে আনা হয়।