কবে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি মিউজিয়ামকে ‘টাকা জাদুঘর’ করার ঘোষণা দেন?
নোট
টাকা জাদুঘর বা মুদ্রা জাদুঘর বাংলাদেশের ঢাকা জেলার মিরপুরে অবস্থিত। প্রচীন বাংলা থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন সময়ের ধাতব মুদ্রা এবং কাগজী নোট সংরক্ষণ এবং প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে এই জাদুঘরে। একই সাথে টাকা জাদুঘরে জায়গা পেয়েছে মুদ্রা সংরক্ষনের প্রাচীন কাঠের বাক্স ও লোহার সিন্দুক। ২০১২ সালের ৭ মার্চ বাংলাদেশ ব্যাংকের কারেন্সি মিউজিয়ামকে টকা জাদুঘর করার ঘোষণা দেয়া হয়।