কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
নোট
আঠার শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে ‘কবিওয়ালা বা সরকার’ এবং মুসলমান সমাজে ‘শায়ের’-এর আবির্ভাব হয়। ভারতচন্দ্রের মৃত্যু থেকে ঈশ্বরচন্দ্র গুপ্তের সময়কাল পর্যন্ত কবিওয়ালা ও শায়েরদের জনপ্রিয়তা ছিল।