কন্ট্রা এন্ট্রির অপর নাম কী?
নোট
কোনো লেনদেনের ফলে একই সাথে নগদান বইয়ের নগদ টাকা বৃদ্ধি বা হ্রাস এবং ব্যাংকের টাকা হ্রাস বা বৃদ্ধি পেলে যে দাখিলা দেয়া হয়, তাকে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা বলে।
যেমন-
ব্যাংকে টাকা জমা দেয়া হলে,
ব্যাংকে জমা টাকার পরিমাণ বৃদ্ধি পায় ----- নগদ টাকার পরিমাণ হ্রাস পায়।
ব্যাংকে থেকে টাকা উত্তোলন করা হলে,
ব্যাংকে জমা টাকার পরিমাণ হ্রাস পায় ----- নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়।