কত সালে রোহিলাখন্ড অযোধ্যার অন্তর্ভুক্ত হয়?
নোট
১৭৭৪ সালে রোহিলাখন্ড অযোধ্যার অন্তর্ভুক্ত হয়।
রোহিলখণ্ড বা পূর্বে রামপুর রাজ্য ভারতের উত্তর প্রদেশ রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি অঞ্চল, রামপুর, বেরিলি এবং মুরাদাবাদ বিভাগকে কেন্দ্র করে। উপরের গঙ্গার সমভূমির এক অংশ, এই অঞ্চলটির নাম রোহিলা উপজাতির নামে রাখা হয়েছিল যারা পশতুন (আফগান বা পাঠান নামেও পরিচিত)। সংস্কৃত মহাকাব্য মহাভারত এবং রামায়ণে অঞ্চলটিকে মধ্যদেশ বলা হত।