কত সালে বাংলাদেশ সরকার বিমা শিল্পকে জাতীয়করণ করে?
নোট
বাংলাদেশ সরকার ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নম্বর ৯৫ দ্বারা বিমা শিল্পকে জাতীয়করণ করে। এই আদেশ বাংলাদেশ বিমা (জাতীয়করণ) আদেশ ১৯৭২ হিসেবে বেশি পরিচিত। এই আদেশবলে প্রতিরক্ষা, ডাক জীবন বিমা এবং বিদেশি জীবন বিমা কোম্পানিসমুহ ব্যতীত এদেশে ব্যবসারত সকল বিমা কোম্পানি ও সংস্থাকে সরকারি খাতের ৫টি কর্পোরেশনের অধীনে ন্যস্ত করা হয়। সেগুলো হল, জাতীয় বিমা কর্পোরেশন, তিস্তা বিমা কর্পোরেশন, কর্ণফুলি বিমা কর্পোরেশন, রুপসা জীবন বিমা কর্পোরেশন এবং সুরমা জীবন বিমা কর্পোরেশন।