কত সালে ওলন্দাজরা তাদের বাণিজ্য গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করে?
নোট
১৮০৫ সালে ওলন্দাজরা তাদের বাণিজ্য গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করে।
ওলন্দাজ উত্তমাশা অন্তরীপের পথ আবিষ্কার এবং ইউরোপ ও এশিয়ার মধ্যে সরাসরি সামুদ্রিক বাণিজ্যের পথ উন্মুক্ত করে ষোল শতকে পর্তুগিজরা এশিয়া থেকে ইউরোপে ব্যাপকহারে ও সরাসরি মশলা-বাণিজ্যের নতুন ধারার সূচনা করে। ইউরোপের বিশাল বাজার প্রতিষ্ঠা এবং মশলার বাণিজ্যে প্রভূত মুনাফায় আকৃষ্ট হয়ে এশিয়ায় বাণিজ্যের মুখ্য উদ্দেশ্যে সতেরো শতকের প্রথম দিকে ইংরেজ ও ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলি (ইংরেজ কোম্পানি ১৬০০ এবং ওলন্দাজ কোম্পানি ১৬০২ খ্রিস্টাব্দে) গঠিত হয়। সতেরো শতকের মধ্যভাগ নাগাদ ওলন্দাজ ও ইংরেজরা বাণিজ্য ক্ষেত্রে পর্তুগিজদের নিষ্প্রভ করে দেয়। হুগলিতে বাণিজ্যকুঠি স্থাপনের পর মোটামুটি সতেরো শতকের মাঝামাঝি থেকে ওলন্দাজ ও ইংরেজরা বাংলায় তাদের বাণিজ্য শুরু করে।