কখন ফরাসিরা নির্দিষ্ট হারে শুল্ক প্রদানের শর্তে বিহারে বাণিজ্য করার অনুমতি লাভ করে?
নোট
১৬৯৩ খ্রিষ্টাব্দে ফরাসিরা নির্দিষ্ট হারে শুল্ক প্রদানের শর্তে বিহারে বাণিজ্য করার অনুমতি লাভ করে।
বিহার পূর্ব ভারতের একটি রাজ্য। এই রাজ্যের আয়তন ৯৪,১৬৩ বর্গকিলোমিটার (৩৬,৩৫৭ বর্গমাইল)। আয়তনের বিচারে এটি দেশের দ্বাদশ বৃহত্তম রাজ্য। অন্যদিকে জনসংখ্যার বিচারে বিহার ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। এই রাজ্যের প্রায় ৮৫ শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বাস করেন। বিহারিদের ৫৮ শতাংশের বয়স পঁচিশের কম।[৫] এই হার ভারতের ক্ষেত্রে সর্ব অধিক।